একজন শিশু জন্ম গ্রহণ করলেই মানুষ হয়ে যায় না। তার মেধা ও প্রতিভা বিকাশ ঘটিয়ে মনুষ্যত্ব অর্জন করতে হয়। শিক্ষা প্রতিষ্ঠান হল মেধা ও প্রতিভা বিকাশের অন্যতম স্থান। শিক্ষা প্রতিষ্ঠানে জ্ঞান বিজ্ঞান, খেলাধুলা ও সংস্কৃতি চর্চার কল্যাণেই মনুষ্যত্ব ও মেধার সম্প্রসারণ ঘটে।
আশা করি এ কলেজের শিক্ষার্থীরা নিখাদ দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে যথেষ্ট সচেতনভাবে বহুমুখী কর্মকাণ্ডে অংশগ্রহণ করে নিজেদের প্রতিভা বিকাশে উদ্যমী হবে। সৃজনশীলতা ও বুদ্ধিবৃত্তির বিকাশে পাঠ্যবহির্ভূত জ্ঞানচর্চাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। ন্যায়, সত্য ও সুন্দরের চর্চার মধ্য দিয়ে নিজের নৈতিক ও মানবিক মূল্যবোধের চেতনাকে শাণিত করবে। মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাবে।
এখন থেকে আমাদের ছাত্র/ছাত্রী, অভিভাবক ও শিক্ষক/শিক্ষিকা তাদের সকল তথ্য ঘরে বসেই ওয়েব সাইট থেকে পেয়ে যাবেন। এ ওয়েবসাইটটিতে যে তথ্য ও উপাত্ত থাকবে তা অবাধ তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করবে । পাশাপাশি আমাদের কাজে স্বচ্ছতা, গতিশীলতা, জবাবদিহিতা সেবার মান বৃদ্ধি পাবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।